রাজা জহিরের টি স্টল স্কুল থেকে বহিষ্কারের চিঠি পেয়ে জহিরের মনটা আনন্দে নেচে উঠল। কাল থেকে আর স্কুল নেই, স্যারদের বকাঝকা নেই। স্কুল যখন নেই তখন রাতের পড়াশােনাও বন্ধ। কী আনন্দের কথা! রাতে পড়তে বসলে বড় ভাই আহির কঠিন কঠিন প্রশ্ন করে আর কান টেনে লম্বা করার চেষ্টা করে। আজ থেকে সব ঝামেলা শেষ। অন্যরা যখন পড়বে। তখন সে মনের আনন্দে টেলিভিশন দেখবে। কিংবা ঘুরে বেড়াবে। প্রতি রাতে যাবে অয়নের বাসায়। গিয়ে বলবে, ‘পড়। আরও বেশি করে পড়। পড়তে পড়তে তুই একদিন মরবি।’ রাজুর বাসায়ও যাবে। ওকে গিয়ে বলবে, ‘এখন স্যারের কাছে যত ইচ্ছা বিচার দে। সবার নামে বিচার দে। আমার তাে আর নাগাল পাবি না।’