“মহাবীর হারকিউলিস’ বইটিতে লেখা গল্পের কিছু অংশঃ হারকিউলিস সেকালের মহাবীর । গায়ে তাঁর প্রচণ্ড শক্তি । অনেক দুঃসাহসিক অভিযানে গিয়ে প্রমাণ করেছেন কত বলবান তিনি। এজন্য লোকে তাকে বলে মহাবলী ।
হারকিউলিসের জন্ম গ্রিস দেশে। তার আসল নাম হেরাক্লিস । কিন্তু রোম দেশের মানুষ তাকে বলে হেরকিউলিস বা হারকিউলিস । তবে হারকিউলিস নামেই তিনি বেশি পরিচিত। তাঁর পিতা অলিমপাস পর্বতের অধিপতি জিউস। ওই পর্বত দেবতাদের বাসস্থান । জিউসকে রোমের মানুষ বলে জুপিটার। তবে হারকিউলিসের মা আল্কমিনি এই মাটির পৃথিবীর নারী। তাঁর পিতা ইলেকট্রিয়ন মহাবীর পারসিয়াস-এর পুত্র। অন্যদিকে পারসিয়াস-ও জিউস দেবতার সন্তান। তিনি প্রাচীন গ্রিসের মাইসিনি রাজ্যের প্রতিষ্ঠাতা।