“ভাষাশহীদদের গল্প” বইয়ের ফ্ল্যাপের লেখা:
মায়ের ভাষা, আমার ভাষা, বাংলা ভাষা। সব ভাষার সেরা ভাষা মাতভাষা। মাতৃভাষা প্রাণের ভাষা। আর এই মাতৃভাষা রক্ষার দাবিতে পৃথিবীতে যে কয়টি আন্দোলন এ যাবতকালে সংগঠিত হয়েছে, তার মধ্যে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলন শ্রেষ্ঠতম। ভাষাআন্দোলন বাঙালির হাজার বছরের ইতিহাসে এক গৌরবময় মাইলফলক, উজ্জ্বল অধ্যায়। মাতৃভাষা নিয়ে এমন আবেগ আর আত্মত্যাগের দৃষ্টান্ত গােটা পৃথিবীতে সত্যিই বিরল। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ এই দাবিতে তীব্র হয়ে ওঠে আন্দোলন। মিছিলের উপর গুলি চালায় পুলিশ। প্রথমে শহীদ হন রফিক উদ্দিন, তারপর বরকত, শফিউর, জব্বার, সালাম, আউয়াল, অহিউল্লাহ। এই ভাষা শহীদদের জীবনীর উপর লেখা হয়েছে, শিশু-কিশােরদের উপযােগী করে সাতটি গল্প।ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।