“নিজেকে জানো বিশ্ব তোমাকে জানবে” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
নিজেকে জানার উপায় কি? মনের স্বরূপ ও প্রকৃতিকে জানা। নিজ প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অন্তরশক্তি ও চৈতন্যবৃত্তি অসীম প্রবাহ সৃষ্টি করে। আমাদের মানসিক দৈন্যতা ও অজ্ঞতার অন্ধকার দূরীভূত করে আলাের পথে নিয়ে যায়। আত্মিক শক্তি ও সমৃদ্ধির অসীম স্পৃহা জাগাতে সহায়তা করে। এ মহাজ্ঞান ও উপলব্ধি ব্যক্তিকে আত্মসমৃদ্ধি ও সম্মানিত জীবনের সন্ধান দেয়। মহাজ্ঞানী সক্রেটিস যে দর্শনের দ্বারা সমগ্র বিশ্বে আলাে ছড়িয়েছেন। মানুষের চিন্তাশক্তি ও কল্পনার জাগরণে যার দর্শন সমগ্র মানব জাতিকে নব উদ্যম ও সৃষ্টিশীল চেতনার সীমাহীন প্রেরণা যুগিয়েছে। অন্তরশক্তি ও জ্ঞানের প্রকাশ ঘটিয়ে যিনি মনের প্রকৃতি ও সুকুমার বৃত্তির দ্বারা ব্যক্তিকে মহৎ কর্মে উজ্জীবিত করেছেন।
সেই প্রেরণাদায়ী শিক্ষা, পরামর্শ ও আত্মিক সমৃদ্ধির আলােকে ব্যক্তি জীবনে উৎকর্ষ সাধনের মাধ্যমে উন্নতির শীর্ষে আরােহণের একান্ত সাহায্যকারী এই গ্রন্থ। আত্মসমৃদ্ধির এ পথেই নিজেকে জানাে, বিশ্ব তােমাকে জানবে।