“মঙ্গল-মিশন ২”বইটির শেষের ফ্লাপের কিছু কথা:
জেনারেল রােকী অনেক চেষ্টা করেও ই-ফোর্স যােদ্ধা সােমােকে হত্যা করতে পারে। নি। বন্ধুদের নিয়ে সােমাে পৌছে গেছে কিজার ল্যাবে । পৃথিবী ধ্বংসের যাবতীয়। তােড়জোড় চলছে এখানে। ল্যাবের ভাইরাস মিসাইলের গুদাম তারা বােমা মেরে ধ্বংস করে দিতে সক্ষম হলেও ধরা পড়ে গেল কিজার হাতে। ডন, রব আর পাহাড়ের জায়গা হলাে রােকীর চিড়িয়াখানায়। সােমাে বন্দি হলাে ড. জরের ভয়ঙ্কর ল্যাবে। সে কি পারবে মুক্ত হয়ে তার মঙ্গল-মিশন শেষ করতে?