ফ্ল্যাপে লেখা কথা –
‘ আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !” কবি আবুল হাসানের এই একটি চরণে আমাদের সমস্ত জীবনের কথা বলা হয়ে যায়। আমরা বড় হতে হতে ক্রমশ কোমায় চলে যেতে থাকি। আমাদের হবে না, মাঝ রাস্তায় তাই পথ ছেড়ে চলে আসি। ফুটপাতে বমি করে ভাসিয়ে দিতে চাই, ঋণাত্মক মনোভাব। আমরা পারি না। তখন একটা ইমাজিনারি ল্যান্ড আমাদের হাতছানি দিয়ে ডাকে। ঘাসফুল মানুষ হয়ে যায়, মানুষ মৃত্যুস্পর্শী রোদ। দাম্পত্য সম্পর্কে নেমে আসে ঝড় । সামান্য কবুতরের আঘাতে এলোমেলো হয়ে যেতে চায় খুঁটি। আমরা মূর্খ সেজে বসে থাকি, আর রক্তাক্ত শহরে লাশের স্তূপ জমতে থাকে। গল্পগুলো নির্মোহভাবে এসব কথাই বলতে চায়। কখনো কখনো যা হজম করা পাঠকদের জন্য হয়তো কিছুটা বিব্রতকর হয়ে দাঁড়ায়।