“প্রাচীন সভ্যতার ইতিকথা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
প্রস্তর যুগের আদিম মানুষেরা বহু পরিবর্তনের পথ বেয়ে হাজার বছরের কাল পরিক্রমায় কী করে গড়ে তুলল সভ্যতা তার বর্ণনা দিয়ে শুরু হয়েছে এ বই। এরপর একে একে উঠে এসেছে প্রাচীন দুনিয়ার বিখ্যাত সব সভ্যতার উদ্ভব ও বিকাশের অবিস্মরণীয় কাহিনি। পৃথিবীতে প্রথমবারের মতাে ঘটে যাওয়া বহু বিস্ময়কর ঘটনা জড়িয়ে আছে প্রাচীন সভ্যতাগুলাের সঙ্গে। সেসব ঘটনার ইতিবৃত্ত এবং মানুষের ইতিহাসে প্রাচীন সভ্যতাগুলাের অবিস্মরণীয় অবদানের ছবিও ফুটে উঠেছে এ গ্রন্থে। সহজ ভাষায় গল্পের ভঙ্গিতে বলা বিশ্ব-ইতিহাসের অমূল্য অধ্যায় এ বইয়ে উঠে এসেছে। তথ্য-প্রমাণই শুধু নয়, বহু আলােকচিত্রও বইটির অমূল্য সম্পদ। এক কথায় এ বইটি মানুষের ইতিহাসের অমূল্য দলিলকে ধারণ করে রয়েছে। এক নজরে বিশ্বসভ্যতা তথা মানুষের ইতিহাসের উপর দৃষ্টিপাত করার জন্যে এটি একটি অতুলনীয় বই।