“বৈজ্ঞানিক কল্পকাহিনী : ল্যাংগুয়েজ হান্টার” বইয়ের ফ্ল্যাপের লেখা:
মহাকাশযানে একটা নিয়মতান্ত্রিক উপায়ে অবস্থান করছে এই এলিয়েনরা। গবেষণা আর নিরাপত্তার কাজে রয়েছে কর্মীবাহিনী। মহাকাশযানটি বরফের নিচে দিয়ে পানির মাঝে এমনভাবে অবস্থান করে চলতে থাকলাে উপর থেকে বা দূর থেকে বোঝার উপায় নেই যে এই অঞ্চলে একটা মহাকাশযান অবস্থান করছে। মহাকাশযানটির বাহ্যিক রংটাও এমনভাবে করা দূর থেকে মনে হয় যেন পানিতে বরফ ভাসছে। এলিয়েন এই প্রজাতির গায়ের রং নীলাভ। ওরা এক ধরনের মাস্ক পড়ে রয়েছে। মাস্ক পড়ার কারণে চেহারা পুরােপুরি বােঝা যাচ্ছে না। মাস্ক পরার কারণ হতে পারে যে ওরা পৃথিবীর বায়ুমণ্ডলে শ্বাস-প্রশ্বাস নিতে পারে না। ওরা হয়তাে শ্বাসের সঙ্গে অক্সিজেনবাদে অন্য কোনাে গ্যাস গ্রহণ করে। মাস্ক ওদেরকে এই গ্যাস সরবরাহ করে .. .. .. ..