জঙ্গলের কোথাও পড়ে আছে একটি লাশ। সেই লাশ আবিষ্কার করে রাতারাতি হিরো হওয়ার স্বপ্ন ওদের। কিন্তু অ্যাডভেঞ্চারের রাস্তা সব সময়ই কঠিন। বিপদজনক রেলসেতু, রক্তখেকো জোঁক ভর্তি পুকুর আর ঘনজঙ্গল পেরিয়ে পৌঁছাতে হবে ওদের। একদল তরুণ ছেলের দলও ওদের মতো হিরো হওয়ার বাসনায় লাশ আবিষ্কার করতে আসছে। মুখোমুখি হলো দু’দল। বাবার ড্রয়ার থেকে চুরি করে আনা পিস্তল থেকে গুলি ছুড়ল চার বন্ধুর একজন! তারপর!