“জ্ঞান ও সভ্যতার গ্রন্থমালা-৪ : কণাজগৎ ও মহাজগৎ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
“ কোয়ান্টাম তত্ত্ব কাজ করে সাব-অ্যাটমিক কণাদের নিয়ে, সমস্ত মৌলকণাদের নিয়ে।। এখানে সবই মেনে চলে। কোয়ান্টাম অনিশ্চয়তা। কিন্তু অতি বৃহৎ জগৎ, গ্রহ নক্ষত্র গ্যালাক্সি আর গােটা মহাবিশ্ব মেনে চলে জেনেরাল রিলেটিভিটি। জেনেরাল রিলেটিভিটি কিন্তু ক্লাসিকাল তত্ত্ব, কোয়ান্টামের অনিশ্চয়তাকে এ তত্ত্ব সামাল দিতে পারে না। তাই এই দুই তত্ত্বে বিরােধ মেটাতে খোঁজা হচ্ছে একীভূত তত্ত্ব। কিন্তু। খুবই কঠিন এটা খুঁজে পাওয়া। ”