“নির্বাচিত গল্প” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বেছে নেয়া গল্পগুলাে লিখিত হয়েছে ১৯৮৯ থেকে ২০১৫ পর্যন্ত সময়খণ্ডে। এতটা সময় ধরে কাল যেমন স্থির ছিল না, জীবন-সমাজরাষ্ট্র-ব্যক্তিও তেমনি পরিবর্তিত হয়েছে। সেই পরিবর্তন কখনাে ধীর, কখনাে চোখে ধাধা লাগিয়ে দেবার মতাে দ্রুত। তাই লেখককে পরিবর্তিত হতে হয়েছে। লেখাকেও। সেই পরিবর্তনের ধারাবাহিকতা পাঠক পাবেন এখানে। গল্প-নির্বাচন আমার নিজের। সেই কারণেই একটু কৈফিয়তের প্রয়ােজন হয়। নিজের ভালােলাগার গল্পগুলিই তাে এখানে উঠে আসবে। কিন্তু সেই ভালাে লাগার ভিত্তিটা কী? ভিত্তি একাধিক। প্রথমত শিল্পমান। দ্বিতীয়ত সমাজদৃষ্টি। তৃতীয়ত বিদগ্ধ বন্ধুদের ভালােলাগার প্রকাশ। ছােটগল্প এমন একটি মাধ্যম যেখানে লেখক নিজের রাজনৈতিক-সামাজিক-নন্দনতাত্ত্বিক বােধ কোনােভাবেই গােপন করতে সক্ষম হন না। সেই কারণে গল্পপাঠের পরে পাঠকের সামনে গল্পলেখকের যে মূর্তিটি ভেসে ওঠে, তা কম-বেশি সত্য। আমার পাঠকরা সেই সত্যরূপটিকে গ্রহণ করেছেন। আমি কৃতজ্ঞ তাদের কাছে। ‘কবি’ প্রকাশনীর প্রিয়ভাজন অনুজপ্রতিম সজল আহমেদ আমার নির্বাচিত গল্প প্রকাশের আগ্রহ দেখিয়েছে বলেই বইটি আলাের মুখ দেখতে যাচ্ছে। অনেক পাঠক আছেন, যারা যে কোনাে একটি বই পড়ে আমার গল্পমান এবং গল্পবােধকে বুঝে উঠতে চান। তাদের জন্য এই নির্বাচিত গল্পের বইটি কাজে লাগবে।