নীল ভয়ংকর। বনজঙ্গলের ভেতরে আছড়ে পড়া বিমানের খোঁজখবর চলছে সর্বত্র। কেউ জানে না বিমানটার কি হয়েছে…
আরােহীরা বেঁচে আছে কিনা….
একটা ডায়রী… । বিষাক্ত তরল পানীয় পান করে সমস্ত শরীর নীলবর্ণ রঙ ধারণ করেছে… তবুও মানুষটা বেঁচে আছে…। মহাকাশযান ছুটে চলেছে ইউরেনাস গ্রহের দিকে। মহাশূন্যের অসীম অন্ধকারের ভেতর দিয়ে ছুটে চলা মহাকাশযানের আরােহীরা অপেক্ষা করছে হ্যালির ধুমকেতুর জন্য। ওদের হিসেব অনুযায়ী হ্যালির ধুমকেতু ছিয়াত্তর বছর পর আবার পৃথিবী গ্রহের কাছাকাছি আসবে। তার আগেই মহাকাশের আকাশযানের আরােহীরা হ্যালির ধুমকেতকে বিদায় জানাতে চায়… বিদায় হ্যালির ধুমকেতু…।