“ঘরভাঙা ঝড়” লেখকের কথা:
বয়স বাড়ার সাথে সাথে জীবনে অনেক সম্পর্ক হারিয়ে যেতে থাকে। কখনাে দূরত্ব, কখনাে স্বার্থ, কখনাে ভূল বােঝাবুঝি, কখনােবা তীব্র সময় স্রোত ঘুরে ফিরে কষ্ট সেই একই, প্রিয় মুখ, প্রিয় মানুষ। আবার কখনাে কখনাে নিয়তির ডাক মেনে মৃত্যুকে আলিঙ্গন করতেও প্রস্তুত মানুষ। সময়ের প্রয়ােজনে জীবনে কেউ একবার আসে আবার সময়ের প্রয়ােজনে জীবন থেকে হারিয়ে যায় কিছু মানুষ, কিছু কথা, কিছু স্মৃতি। এটাই কঠিন বাস্তবতা। বাস্তব আসলে অনেক বড় ভয়ঙ্কর আর আবেগ আরাে বেশি ভয়ঙ্কর। যার প্রবণতায় ভুগছে নতুন প্রজন্মের সহস্র লক্ষাধিক মানুষ। হারানাের বেদনা, শূন্যতা, একাকিত্ব কেউ কারাে স্থান নিতে পারে না। আসলে প্রতিটি প্রিয় মানুষের জন্য হৃদয়ের আলাদা আলাদা স্থান বরাদ্দ। যার ভাগ কেউ চাইলেও কখনাে দখল করতে পারে না। আর সেই স্থানটি যদি একবার খালি হয়ে যায় আজীবন খালিই রয়ে যায়। মাঝে মধ্যে মনে হয় পৃথিবীতে কেউ কারাে নয়। তবুও মানুষ মানুষকে ভালােবাসে কেউ একবার, কেউ বার বার।
প্রেম কারাে জীবনে একাধিকবার আসলেও ভালাে লাগার অনুভূতিটা ঠিক একই রকম, তবে প্রথম ভালাে লাগা আর ভালােবাসার অনুভূতিটা একটু ভিন্ন। যা ভূলতে চাইলেও প্রতিটি মুহূর্তে সীমাহীন গতিতে ঘরভাঙা ঝড় তুলে বার বার মনে করিয়ে দেয়। যেন বেঁচে থাকাই মূল্যহীন। তেমনি এক সীমাহীন ভালােবাসা, অধিক ভালাে লাগা ও কাল্পনিক বিয়ে অদ্ভুত ঘরভাঙা ঝড়ের চরিত্র দিয়ে সাজিয়েছি আমার লেখাটুকো। ভুল-ভ্রান্তি সেড়ে বইটি পড়ে কারাে ভালাে লাগলে সার্থক হব।