“রূপপুর নিউক্লিয়ার পাওয়া প্লান্ট” বইয়ের ফ্ল্যাপের লেখা:
‘রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের যুগে পদার্পণের সােপান’ গ্রন্থের লেখক নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষজ্ঞ না হয়েও নিউক্লিয়ার উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশ যে তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারে, দেশকে উন্নয়নশীল ও মধ্যম আয়ের অবস্থা থেকে উন্নত ও সমৃদ্ধ স্তরে নিয়ে যাওয়া সম্ভব, তা সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছেন। উপরন্তু রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট স্থাপন-বিরােধীদের প্রচারণা এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সম্পর্কে, এমনকি বিশেষজ্ঞদের ভ্রান্ত ধারণা ও তা সাধারণ্যে প্রচারের নানা অপপ্রয়াস, পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিপূর্ণ কাজে শক্তির অপার উৎস পরমাণুকে ব্যবহারের একাল-সেকাল তথা নিউক্লিয়ার উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার সম্পর্কে গ্রন্থটিতে তথ্য-উপাত্ত দিয়ে অনুপুঙ্খ বর্ণিত হয়েছে।