“তুমি ছাড়া আর কোন্ শালারে আমি কেয়ার করি?” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
কবিতায় ফরহাদ মজহার এমন এক স্বতন্ত্র স্বর যা তাঁর সমকালে, অসময়ের উল্টো স্রোত। বেয়ে প্রেম, প্রজ্ঞা ও প্রতিবাদের ভাষা, প্রতীকইশারায় নতুন অর্থোৎপাদনের কাব্যিক সুষমা বিস্তার করে। এখন সেই অভিনিবেশের কাল, যা কবিতায় ইস্পাতের ঠোট নিয়ে আঘাত ও অন্তর্ঘাত মােকাবিলা করে। এই ত্রস্ত, নিস্তব্ধ। গুমাতঙ্কের ভিতরে, কবিকে প্রহরীর মতাে জেগে থাকতে হয়, স্বপ্ন ও সাহস নিয়ে । সেই স্বাক্ষর এই কাব্যে রেখেছেন ফরহাদ মজহার। কবি থােড়াই কেয়ার করে চোখ রাঙানি শাসানি। প্রতিকল সময়ে বয়ে নিয়ে চলেছেন সংক্ষুব্ধ তরণী।