“বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ : একটি গোলটেবিল আলোচনা” বইটির সম্পর্কে কিছু কথা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ওপর ১৯৯৯ সালের ৭ই মার্চ বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়ােজিত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ; একটি নিবিড় আলােচনা বৈঠক’ শীর্ষক এক গােলটেবিল আলােচনা অনুষ্ঠিত হয়। ভাষণটির সংক্ষিপ্ত প্রেক্ষাপট, এর বিষয়বস্তুর বিন্যাস, ভাষা, বাক্য নির্মাণ, বক্তব্যের অন্তর্নিহিত ও বাহ্যিক দ্যোতনা, এর প্রশাসনিক, সামরিক ও আন্তর্জাতিক আইনসহ বহুমাত্রিক তাৎপর্য এবং বঙ্গবন্ধুর ক্যারিশমা-যুক্ত উদাত্ত আহ্বান, দিক-নির্দেশনা ও স্ট্রাটেজি এবং তাঁর রাজনৈতিক প্রজ্ঞার ওপর আলােকপাত করেন তৎকালীন মাননীয় পানিসম্পদ মন্ত্রী আবদুর রাজ্জাক, মাননীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী তােফায়েল আহমেদ, মাননীয় মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আ, স, ম, আবদুর রব, মাননীয় যুব ও ক্রীড়া এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের, তৎকালীন জাতীয়। অধ্যাপক কবীর চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী ড. বােরহানউদ্দিন খান জাহাঙ্গীর, কূটনীতিক জনাব ফারুক চৌধুরী, সাংবাদিক এ. বি. এম. মূসা, সাংবাদিক-গবেষক শাহরিয়ার কবির, মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। বীরপ্রতীক, অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ, কথাসাহিত্যিক সেলিনা হােসেন, প্রফেসর মুস্তাফা নূরউল ইসলাম ও জাতীয় জাদুঘরের । তৎকালীন মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানটি সমন্বয় করেন অধ্যাপক মুনতাসীর মামুন। বর্তমান গ্রন্থটি ওই আলােচনা বৈঠকের অনুপুঙ্খ বিবরণ-সমৃদ্ধ ভাষ্য। শামসুজ্জামান খান-এর সম্পাদনায় কথাপ্রকাশ এ ঐতিহাসিক গুরুত্বপূর্ণ গােলটেবিল আলােচনাটির লিখিত ভাষ্য গ্রন্থাকারে প্রকাশ করলাে।