“ভালোবাসার শত সনেট” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
পাবলাে নেরুদা মােটামুটি ১৯৫৫-৫৯ সালের ভেতর। ভালােবাসার শত সনেট-এর কবিতাগুলি লেখেন। এই সনেটগুলি লেখা হয় তাঁর বাড়ি ইসলা নেগ্রায় আপরিসর সমুদ্র-সৈকতের ফেনাময় নীল আর সাদা বালির পটভূমিতে, যেখানে ইতস্তত বুনাে ফুল ছড়িয়ে আছে। এই পরিবেশেই তাঁর ভালােবাসার মানুষ তাঁর স্ত্রী, মাতিলদে উরুতিয়াকে নিয়ে তাঁর এই অপরূপ কাব্য-নিবেদন। কখনাে তা আলােকিত, কখনাে-বা। সূর্যাস্তের মতাে ছায়াময়, কিন্তু সবসময় আনন্দের টুংটাং ছন্দের মতাে তা বেজে ওঠে। নেরুদার গলার আওয়াজ যেন আমরা শুনতে পাই এই। সনেটগুলােতে, যা বনের কাঠের মতাে স্বাভাবিক, জৈব, যা তাঁর সমস্ত শব্দবিন্যাসে আর ধ্বনিতে ছড়িয়ে থাকে, লতার আদরে জড়িয়ে রাখে তার স্তবকগুলিকে।