অ্যাডভেঞ্চারসমগ্র ১
আলী ইমাম এবং শিশুসাহিত্য দুটোই সমার্থক। প্রায় ৫০ বছর ধরে নিরন্তর স্বপ্নবিলাসী শিশুসাহিত্য রচনার এক দক্ষ রাজকুমার তিনি। শিশুমানস, শিশুজগৎ, শিশুকল্পনাকে ধারণ করে বহু বিচিত্র রচনা সম্ভারে সমৃদ্ধ করেছেন তিনি বাংলা শিশুসাহিত্য। কমপ্লিট শিশুসাহিত্য বলতে যা বোযায় আলী ইমাম তারই স্বয়ন্ত প্রতীক। গল্প, উপন্যাস, অ্যাডভেঞ্চার, ফিচার, ভ্রমণকাহিনি, বিজ্ঞানবিষয়ক রচনা, প্রবন্ধ বিন্দু বিন্দু বহু রত্ন কণায় তিনি আমাদের শিশুসাহিত্যকে পত্র-পুষ্প-পল্লবে সজ্জিত করেছেন। তাঁর মতো সার্থকনামা শিশুসাহিত্যিক সমগ্র বাংলাসাহিত্যের প্রেক্ষাপটেই খুঁজে পাওয়া ভার। দ্বিধাহীন বাক্যে লেখা যায়, আলী ইমাম একমেবাদ্বিতীয়ম।
এ গ্রন্থে আলী ইমামের লেখা কিশোর অ্যাডভেঞ্চার উপন্যাস ও গল্পের মধ্য থেকে বাছাই করে ৬টি অ্যাডভেঞ্চার গল্প ও ২টি অ্যাডভেঞ্চার উপন্যাস স্থান পেয়েছে ।