“কুরআন-হাদীসের আলোকে চোখে দেখা কবরের আযাব” বইটি সম্পর্কে কিছু কথা:
মানব জীবনের আসল রূপ
ক্ষণস্থায়ী এ পৃথিবীতে মানব জীবনের দৃষ্টান্ত হল, তীব্র বাতাসে রাখা একটি কুপি বাতির ন্যায়। কেউ প্রথম রজনীর বাতি, আবার কেউ শেষ রজনীর। যুবক-যুবতী হল প্রথম রজনীর বাতি আর বৃদ্ধ-বৃদ্ধা শেষ রজনীর । তীব্র বাতাসে রাখা বাতি, প্রথম রজনীর হােক আর শেষ রজনীর, তাতে কোন তফাত নেই, যে কোন মুহূর্তে যে কোন একটা নিভে যেতে পারে। এটাই মানব জীবনের আসল রূপ। | দুনিয়াতে জীবন প্রদীপের কোন ভরসা নেই। এক পলকে তা নিভে যেতে পারে। জীবন প্রদীপ নিভে গেলে পৃথিবীর সব মায়া ত্যাগ করে পরজগতে চলে যেতে হয়। যেমন কবি বলেন:
দেখ রােদনকারীর চোখ বেয়ে অশ্রু ঝরে,
মাটির সাথে মিশে যায়, চক্ষু যখন বন্ধ করে এমনই মানব জীবনের রূপ।
এক আশেকে এলাহী বলেন, মৃত্যু ব্যতিত এ দুনিয়ার এক পয়সাও মূল্য নেই। দুনিয়ার মূল্য তাে এ জন্যই যে, এখানে মানুষের মৃত্যু লাভ হয়। মৃত্যুর মাধ্যমে জান্নাতীরা জান্নাতে যাবার সুযােগ পায়। জান্নাত লাভের যত আশাই মানুষের অন্তরে থাকুক না কেন, তা দুনিয়ার মরণ ব্যতীত তা সম্ভব নয়।