কবিতার সঙ্গে ছন্দের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ছন্দই কবিতার বাণীকে সুরের খেয়ায় করে পৌঁছে দেয় পাঠকের হৃদয়ে। কিন্তু এই ছন্দ কবিতায় আপনাআপনি জেগে ওঠে না। কবিকে রীতিমতো সাধনা করে ছন্দ নির্মাণ করতে হয়। কাব্যরসধর্মী সুষম শব্দ চয়নের মধ্য দিয়ে কবি কবিতায় ছন্দ নির্মাণ করেন। এই নির্মাণ-কৌশল যেমন গাণিতিক তেমনি আবার বৈজ্ঞানিক। এই বই সেই ছন্দ-বিজ্ঞানেরই সামগ্রিক পরিচিতি। অত্যন্ত সহজ-সরল ভাষায় বইটি লিখেছেন কবি-প্রাবন্ধিক সুজন বড়–য়া। স্বপ্নবান নবীন-তরুণ কবিদের সামনে নিঃসন্দেহে কবিতার সোনালি দুয়ার খুলে দেবে এ বই