বাচিক শিল্প বিতর্ক, রবীন্দ্রনাথ, মানিক বন্দ্যোপাধ্যায়, নজরুল থেকে শেক্সপিয়ার, রাজনীতি, শিক্ষা ও শিক্ষক, সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস, সবকিছু এক মলাটে বন্দি হয়েছে বারােয়ারি নাম নিয়ে। যথারীতি লেখক সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করেছেন তার কথা। এ গুলি নাম নিয়েছে প্রবন্ধ তবে একে কথাও বলা যায়। শব্দচয়ন ও ভাষা ব্যবহারে লেখকের স্বকীয় শৈলী এখানে প্রবন্ধের কঠিন-কঠোর আবরণ ভেঙে নতুন রূপ নিয়েছে। দিয়েছে নতুন রসসুধা। পাঠক নব সৃজিত রূপ-রসে হৃষিত হবেন বারােয়ারি পাঠে।