“শুন হে লখিন্দর” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
শওকত আলীর গল্পে গ্রামীণ জনজীবনের চিত্র, প্রান্তিক মানুষের বেঁচে থাকার নিরন্তর লড়াই, ‘লােকজ ঐতিহ্য’ চিত্রায়ণের পাশাপাশি মহাজন ও শােষকের রূপাঙ্কন ধরা পড়েছে নিপুণভাবে। সমান্তরালে নাগরিক জীবনের ক্লেদাক্ত বীভৎসরূপ সহ নিম্নবর্গের মানুষের অন্তর্যন্ত্রণা, লিবিডােতাড়িত ভাবনা, মুক্তিযুদ্ধের আদর্শের ভলুণ্ঠন প্রভৃতি চিত্রায়িত হয়েছে। মূল কথা সামগ্রিক জীবন ভাবনা নিয়ে কথাসাহিত্যের বিস্তৃত ভূবন নিমার্ণ করলেও নিম্নবিত্তের হাভাতের মানুষের বেঁচে থাকার নিরন্তর লড়াইয়ের চিত্রটাই তিনি ঘুরেফিরে দেখিয়েছে; সমান্তরালে সামন্ত মহাসামন্ত শােষক ও মহাজনদের শােষণ নিপীড়নের দুর্বিষহ অত্যাচারে দৃশ্যায়ণ ধরা পড়েছে। জীবনবাদী শিল্পী শওকত আলী জীবনাখ্যানের অনুপুঙ্খ ব্যাখ্যাকারী নন; জীবনের গভীর থেকে গভীরতর স্তরে প্রবেশ করে। তিনি দেখান এটাই মানুষ, মানুষ এভাবে বাঁচে; মানুষকে এভাবে বাঁচতে হয়।