“ফকির লালন সাঁই দর্শন ও সমাজতত্ত্ব” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
ফকির লালন সাঁই : দর্শন ও সমাজতত্ত্ব একই সাথে ফকির লালন সাঁইজির দর্শন ও সমাজতত্ত্ব সমন্ধে নতুন পাঠ। আমরা লক্ষ করেছি যে এ যাবত শুধু লালন ফকিরের গানের বাহ্যিক আলােচনাই গবেষকগণ করে এসেছেন। কিন্তু লালন ফকির যে তার গানের ভেতর দিয়ে গভীর দর্শন প্রচার করে গেছেন- সে সমন্ধে তেমন একটা গবেষণা আজো হয়নি। আসলে লালন ফকিরের গান তাে বিনােদনের বস্তু নয়- বরং একটি উচ্চমার্গিক দার্শনিক উচ্চারণ। ফকির লালন সাঁই সমাজে একটি স্বতন্ত্র দর্শন প্রচারের মাধ্যমে বাংলার নিস্তরঙ্গ গ্রামীণ সমাজে ভেতরে ভেতরে যে পবির্তনের হিল্লোল তৈরি করে নিশ্চল সমাজটাকে নাড়া দিতে সক্ষম হয়েছিলেন সে বিষয়টি আজো কারাে গবেষণায় তেমনভাবে উঠে আসেনি। আমরা আশা করছি এ গ্রন্থ পাঠে লালন ফকির এবং তার রচিত গান সম্পর্কে আমাদের নতুন ভাবনার উদ্রেক অবশ্যই হবে।
আবু ইসহাক হােসেন প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে লালন ফকির, তার দর্শন নিয়ে গবেষণা করে আসছেন। লালন ফকিরের উপর তার রচিত বই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় রেফারেন্স বই হিসেবে পঠিত হচ্ছে। তিনি শুধু যুক্তি বা শুধু ভক্তি দিয়ে নয় বরং যুক্তি ও ভক্তির সমন্বয়ে লালন ফকিরকে বিচার করতে চান। কারণ শুধু ভক্তি এবং শুধু যুক্তি কোনােটাই লালন ফকিরকে নিয়ে গবেষণার পূর্ণাঙ্গ রূপ নয়। তাই তিনি লালন ফকিরকে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করার জন যুক্তি ও ভক্তিকে সমানভাবে গ্রহণ করে লালন ফকিরের দর্শন ও সমাজতত্ত্বকে বিচার করেছেন। আশা করছি সর্ব শ্রেণির পাঠক লালন সম্পর্কে পূর্ণাঙ্গ পাঠ অবশ্যই পাবেন এই বইটির মাধ্যমে।
-প্রকাশক