“বন্দি শিবির থেকে” বইটি সম্পর্কে কিছু কথাঃ
আমাদের কবিতায় শামসুর রাহমানের প্রধান কাজ হলাে- দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বাংলা কবিতায় তিরিশের যে ঘনঘটার সৃষ্টি হয়েছিল, সেটাকে বহুধা বিস্তৃত করা। প্রথম গ্রান, দ্বিতীয় মৃত্যুর আগে বইটি শামসুর রাহমান প্রেম ও প্রকৃতিতে মগ্ন হয়ে আবির্ভূত হয়েছেন। তখন পর্যন্ত তার কবিতায় জীবনানন্দ দাশের প্রভাব পরিলক্ষিত হয়। শামসুর রাহমানের কবিতা হয়ে ওঠে গণমানুষের প্রাত্যহিক, রাজনৈতিক বিক্ষোভ এবং মিছিলের অগ্রবর্তী মানুষের আবেগে উদ্বেল। এটা শামসুর রাহমান কীভাবে ঘটিয়েছিলেন, তা আমি এখনাে বিশ্লেষণ। করে দেখিনি। তবে তিনি তা ঘটিয়েছিলেন। ‘আসাদের শার্ট’, ‘সফেদ পাঞ্জাবী’, ‘স্বাধীনতা তুমি’- এসব কবিতা সম্পূর্ণ ভিন্ন পরিচিতি শামসুর রাহমানের জন্য তৈরি করে দেয়। এই পরিচিতির পূর্ণতা তার মৃত্যুর মধ্য দিয়ে ঘটে গেছে। তার মতাে কবি সহজে আবির্ভূত হবেন, এমন আশা করা যায় না। কথা হলাে শামসুর রাহমানের কাব্য। মানুষের হৃদয়ে বাসা বেঁধেছে।
– আল মাহমুদ