আল্লাহ তাআলার এমন কিছু গুণ আছে যেগুলো মানুষ তার জীবনে প্রতিফলন ঘটালে সে হয়ে উঠবে স্রষ্টার রঙে রঙিন। পরিণত হবে সোনার মানুষে। বক্ষ্যমাণ গ্রন্থে খুবই সংক্ষেপে তাঁর গুণগুলোর ব্যাখ্যা করা হয়েছে। সাথে গল্পে-গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। সেগুলোর চমৎকার আবহ। বইটি পড়ে নতুন প্রজন্ম বড় হবে স্রষ্টার রঙে রঙিন হওয়ার বাসনা নিয়ে।