সুফি-পীর-দরবেশ, ওলী-আউলিয়ার পদচারণায় ধন্য এই বাংলাদেশের মাটি পানি আকাশ বাতাস। হাজার বছর আগে তাঁদের আগমনের সূত্রপাত ধর্মের পবিত্র বাণী নিয়ে। তবে মূলত বখতিয়ার খিলজির বঙ্গ বিজয়ের পর তুর্কি শাসনামলে তাঁদের এই দেশে এসে বসবাসের ও ধর্মকথা বলার পরিবেশ সৃষ্টি হয়। পীরভক্তির ফলে এইসব অজস্র সুফি-পীর-দরবেশদের আগমন, জীবনযাপন ও ধর্ম প্রচার নিয়ে কালক্রমে রচিত হয়েছে কত শত অত্যাশ্চর্য কাহিনী ও কিংবদন্তী। বাংলাদেশের মাটিতে এইসব কাহিনী-কিংবদন্তী এক সময় লৌকিক বা লোকজ ইসলামের আনুষঙ্গিক বিষয়ও হয়ে উঠেছে। নিষ্ঠাবান লেখক আলমগীর জলিল আন্তরিকতা দিয়ে এই গ্রন্থে কয়েকজন উল্লেখযোগ্য পীর-দরবেশের পরিচয় তুলে ধরেছেন। পাশাপাশি তাঁদের সাথে জড়িত সেইসব কাহিনী-কিংবদন্তীও বলতে ভোলেননি। গ্রন্থটি ধর্মপ্রাণ ও ঐতিহ্য-সচেতন পাঠকদের বিশেষ আগ্রহের বিষয় হবে বলে আশা করা যায়।