“শেখ মুজিবের ছেলেবেলা” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
শেখ মুজিবের ছেলেবেলা বেবী মওদুদ বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব ও নেতৃত্বের ক্রমবিকাশ আছে। তাঁকে বুঝাবার জন্য তার গােটা জীবনকেই ভালোভাবে বােঝা দরকার। সে দিক দিয়ে তার শৈশব ও কৈশাের এবং পারিবারিক জীবন নিয়ে লিখিত এই ছােট বইটিও, বিশেষ গুরুত্বপূর্ণ। বেবী মওদুদ এটি লিখেছেন প্রধানত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে তথ্য নিয়ে। এর মধ্যে প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’। পাঠক ইচ্ছা করলে এ বইয়ের তথ্যাদি ও বক্তব্যকে অসমাপ্ত আত্মজীবনীর সঙ্গে মিলিয়ে দেখতে পারেন। বঙ্গবন্ধুকে নিয়ে বহুমুখী চর্চা দরকার। দরকার তার জীবনের প্রতিটি পর্যায়কে জানা।