…মহাবিশ্ব আজো এক অচিন জনপদ। তাকে চেনার চেষ্টা চলছে সভ্যতার সেই সূচনালগ্ন থেকেই। আজো তা পরিপূর্ণ হয়নি। মানুষের ক্রমাগত চেষ্টার মধ্যদিয়ে ধীরে ধীরে মহাবিশ্বের জটিল ধাধা একে একে উম্মোচিত হচ্ছে। মানুষ এগিয়ে চলছে মহাবিশ্বের সাথে পাল্লা দিয়ে; আর সীমাবদ্ধ জ্ঞান মহাবিশ্বের পরিধি ছুঁতে চাইছে নিয়ত। সেই মহাবিশ্বকে ইশকুলের ছোট্ট শিক্ষার্থীদের সাথে পরিচয় করিয়ে দিতেই আমাদের এই ছোট্ট আয়োজনÑমহাবিশ্বের কথা।