ওরা পাঁচজন (উপন্যাস)

৳ 180.00

লেখক
প্রকাশক
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১১২
সংস্কার 1st Published, 2013
দেশ ভারত

“ওরা পাঁচজন” বইয়ের ফ্ল্যাপের লেখা:
ওঁরা পাঁচজন বয়স্কা মহিলা একে অপরের বন্ধু। ওঁদের ছেলেমেয়েরাও স্বমহিমায় প্রতিষ্ঠিত। ওঁরা পুরীতে বেড়াতে গিয়েছিলেন। যাবার সময় ট্রেনে কত কথা, কত হাসি, কত পুরােনাে দিনের ঘটনা মনে পড়ে যাওয়া। সেই বয়সে যেসব ঘটনা ওরা পাত্তাও দেননি, বেশি বয়সে সে সব বেশ ভাবিয়ে তুলেছিল। মঞ্জুষা যখন স্কুলে যেত রােজ একটি ছেলে ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকত। পরে আবার একদিন দূর থেকে তাকে দেখেও ছিল। ছেলেটি কেন দাঁড়িয়ে। থাকত তা আজ অবধি মঞ্জুষা জানতেও পারেনি। সৰ্ব্বানীরও অল্পবয়সে দেখা, একটু চেনাজানা সেই ভদ্রলােকের সঙ্গে দেখা এই পুরীতেই। রীতা একবার ছেলেকে নিয়ে, পুজোর বাজার করতে গিয়েছিল। ভিড়ের মধ্যে ছেলে হারিয়ে গিয়েছিল। একটু পরেই অবশ্য তাকে পাওয়া যায়। সেই ছেলে এখন বিদেশে, বিয়েও হয়ে গেল। শ্যামলী ছােটোবেলায় বন্ধুর সঙ্গে গ্রামের কালীপুজো দেখতে গিয়েছিল। যে কোনাে গল্পকথাতেই ওঁদের সে কী নির্ভেজাল হাসি। নিজেদের জীবনের সুখদুঃখের আলােচনাও হল বিস্তর। এখন ওঁরা সবাই আবার বাড়ি ফিরে এসেছেন। জীবন আবার আগের মতাে। ওঁরা পাঁচজন আবার হই-চই করছেন, গল্প করছেন, আনন্দ করছেন।

Sipra Bhattacharya জন্ম কলকাতায়। পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চা শুরু করেছেন ছোটোবেলা থেকেই। স্কুল ম্যাগাজিনেই প্রথম প্রকাশিত হয় কবিতা। লিখেছেন গল্প ও অন্যান্য বিষয় নিয়ে। বাবার বদলির চাকরির কারণে ছোটোবেলায় পড়াশোনা করেছেন বিভিন্ন স্কুলে। বর্ধমানের রাজ কলেজ থেকে রসায়ন বিদ্যায় সাম্মানিক ডিগ্রি পেয়েছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রী তিনি, করেছেন বি.এড। গানের হাতেখড়ি মায়ের কাছে। পরবর্তী সময়ে সংগীতশিক্ষা নিয়েছেন ‘রবিতীর্থ’ থেকে। অরবিন্দ বিশ্বাসের কাছেও সংগীত শিখেছেন কিছুদিন। দীর্ঘদিন সংগীতের তালিম নিয়েছেন প্রসাদ সেনের কাছে। সুমিত্রা সেনের কাছেও গান শিখেছেন কিছুদিন। বিশ্বভারতী মিউজিক বোর্ড থেকে পেয়েছেন রবীন্দ্রসংগীত রেকর্ড করার অনুমতি। রবীন্দ্রসংগীত ও নজরুলগীতিতে পেয়েছে M.Mus. ও B. Mus. ডিগ্রি। প্রকাশিত হয়েছে বহু ক্যাসেট ও সিডি। ‘সীমানা পেরিয়ে’ ‘সীমার মাঝে অসীম’ এই দুই রবীন্দ্রসংগীতের ক্যাসেট ছাড়াও রয়েছে অতুলপ্রসাদের, সবারে বাসরে ভাল’ ক্যাসেটটি। তার প্রকাশিত কয়েকটি অ্যালবামে ভাষ্য পাঠ করেছেন চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথের সার্ধ শতবর্ষে অডিয়ো গীতবিতান থেকে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের ‘পূজা’ পর্যায়ের দশটি গান। সংগীতচর্চার পাশাপাশি লেখালেখির ধারাও অব্যাহত রয়েছে তাঁর।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ