‘নেমেসিস’ বইয়ের ভুমিকাঃ ডাইনামাইটের উদ্ভাবনকারী আলফ্রেড নােবেল এও দেখতে পেয়েছিলেন যে মানুষ যদি ভারসাম্য হারিয়ে খালি পদার্থবিদ্যা আর রসায়নের মালমশলা ঘেঁটে বােমা বানাতেই শেখে তাহলে সর্বনাশ। তিনি তাই প্রগতির সামগ্রিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরতে চেয়েছিলেন। এমনকি নিজে একটা নাটকও লিখেছিলেন, ষোড়শ শতকের ইটালির এক সত্য ঘটনা অবলম্বনে। প্রাচীন বিশ্বাসের আর উদীয়মান প্রগতিভাবনার দু নৌকোয় পা রেখে চলতে চলতে যে মেয়ে চরম নির্যাতনের শিকার হয়েও গুড়িয়ে না গিয়ে বদলা নিতে উদ্যত, সংকটগ্রস্ত তার অন্তরাত্মায় ভালােমন্দ বােধের কী চেহারা হতে পারে, এই প্রশ্ন ১৮৯৬ সালে নােবেলকে ভাবিয়েছিল। গুনার গালম্যো আর এসপেরান্তো ভাষার দৌত্যে সেই নেমেসিস’ নাটক অবশেষে আমাদের হাতে এল।