“হ্যাঁচ-ছোঃ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
এখানে যেমন আছেন ঘুমকাতুরে পুলিন দারােগা, লুডাের নেশায় বুদ গণেশ দারােগা, ঘুষের প্রত্যাশায় বসে থাকা নবকান্ত দারােগা, তেমনই আছে নাম হারিয়ে ফেলা চোর জগা, দয়ালু চোর হারু, আছে পাড়ার নাটকের তুখােড় ডিরেকটার গন্ধদাদা, আছেন কৃপণ ইতিহাস শিক্ষক হলধর স্যার, খেয়ালি পটুয়া দয়ালজ্যাঠা, নােবেলজয়ী বিজ্ঞানী সত্যসাধন আর তার গরু মুগলি। আছে খেলাপাগল ভূত অপদেব, আরও আছে মেধাবী দিতি, হিংসুটে আলাে, আছে সরলসাদা ভালােমানুষ ভজহরি। এদের নিয়েই হাসি মজা সুখ-দুঃখের তেরােটি গল্প।