মার্কিন গবেষক অধ্যাপক ক্লিনটন বি সিলি ও প্রথমা প্রকাশনের যৌথ উদ্যোগে প্রবর্তিত ‘জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার ১৪২২’ প্রাপ্ত রাসেল রায়হান-এর কবিতার বই ‘সুখী ধনুর্বিদ’ প্রকাশিত হলো প্লাটফর্ম থেকে। বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।
উল্লেখ্য, এটি তাঁর প্রকাশিত প্রথম কাব্য। পুরস্কারপ্রাপ্ত পাণ্ডুলিপির নাম ‘বিব্রত ময়ূর।’