মানুষের মানসিক ও শারীরিক এবং দুনিয়া ও আখিরাতের যাবতীয় রােগ-ব্যধির পরিপূর্ণ চিকিৎসা রয়েছে এ আল-কুরআনে। কিন্তু আমরা যদি সমাজের দিকে তাকাই তাহলে দেখবাে যে, মানুষকে জ্বিনে ধরলে, যাদু করলে অথবা কারাে সন্তান না হলে বিভিন্ন ফকির বা কবিরাজের কাছে যায়, তাতে তাদের ঈমান ও ইজ্জত দুটোই হরণ হয়। আমরা এ দিকে লক্ষ্য রেখেই ‘ওয়াহিদ বিন আব্দুস সালাম বালির বইটি অনুবাদ করে প্রকাশ করছি। যাতে মানুষ এসব রােগের চিকিৎসা করতে গিয়ে নিজের ঈমান বিনষ্ট করে এবং কুরআনের আলােকে সুচিকিৎসা গ্রহণ করতে পারে। পরিশেষে বইটির মধ্যে কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে আমাদের তা জানালে সংশােধনের ব্যবস্থা করা হবে। হে আল্লাহ কুরআনের আলােকে সকল চিকিৎসা গ্রহণ করার তাওফীক দান করুন। আমীন!