‘ঐশ্বরিক সাহার্য্য’ বইটির গল্পের কিছু অংশঃ ঐশ্বরিক সাহাৰ্য্য একটি গ্রামে এক লোক তার পরিবার নিয়ে বাস করতো। তার নাম ছিল জনি। সে গরুর গাড়ি চালালো। সে তার গাড়িতে লোকজন ও জিনিসপত্র বহন করলো। সে তার গ্রাম হতে নিকটবর্তি শহর এবং সেখান থেকে গ্রামে একটি নির্দিষ্ট পথে তার গাড়িটি চালাতো। মানুষ ও মালামাল বহন করে যে ভাড়া পেতো তা দিয়ে জনির পরিবারের ব্যয় নির্বাহ হতো। এইভাবে সে এত কম অর্থ পেতো যা দিয়ে তার পরিবারের ব্যয় নির্বাহ সত্যিকারভাবেই দুরুহ ছিল যদিও সে মারাত্মক দরিদ্র, তবুও সে ছিল ভারী সৎ ও ধার্মিক লোক……..