আচ্ছা বলুন তো বিসিএস প্রলিমিনারিতে কতগুলো প্রশ্ন আসে?
কতসময়ের মধ্যে উত্তর দিতে হয়?
এর ভিতরে ম্যাথ থেকে কতগুলো কোশ্চেন আসে?
ম্যাথের জন্য তাহলে কতটুকু সময় পাওয়া যাবে?
নিশ্চয়ই মাথা খাটানো শুরু করে দিয়েছেন। ১২০ মিনিটে ২০০ এম সি কিউ এর উত্তর দিতে হয় এবং .৬০ সেকেন্ডে একটা প্রশ্নের উত্তর দিতে হয়। আচ্ছা একটা অংক কি মাত্র ০.৬০ সেকেন্ডে করা সম্ভব??
এটাই হল চ্যালেঞ্জ। আমাদের প্রস্তুতি নিতে হয় এমন সব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। প্রিলিমিনারিতে শুধু মাত্র অংকের এন্সার বের করে এম সি কিউ পূরণ করতে হয় কিন্তু রিটেনে বিস্তারিত লিখতে হয়। প্রথমে যদি প্রিলিমিনারি এর কথা চিন্তা করি তাহলে আমাদের শর্টকাট উত্তর বের করার পদ্ধতি জানা ছাড়া কোন উপায় নেই।
এজন্য আমাদের একটু আলাদা করে এগুলো শিখে নিতে হয়।
পরশন আসতে পারে কিভাবে শিখবেন!
এইজন্যই জ্ঞানের আলো প্রকাশনী নিয়ে এসেছে দারুণ এক বই। এই সময়ের চিন্তা দূর করতে শর্ট টেকনিক ম্যাথ বইটি সংগ্রহ করে নিতে পারেন। সাজেশন আমরা দিচ্ছি, প্রস্তুতি এবং সিদ্ধান্ত আপনার।