“গোল্ডেন বুদ্ধ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
নির্বাসিত দালাই লামাকে ঘরে ফিরিয়ে নেয়ার দায়িত্ব চাপল সাবেক সি.আই.এ এজেন্ট জুয়ান ক্যাব্রিলাের কাঁধে। সেই সাথে ফিরিয়ে আনতে হবে প্রাচীন ঐতিহ্যমণ্ডিত একটি আর্টিফ্যাক্ট; নির্বাসনের সময় দালাই লামার হাতছাড়া হয়ে যায় স্বর্ণনির্মিত বুদ্ধ মূর্তিটি। এর সাথে সমগ্র তিব্বতের ভবিষ্যৎ আর বিশাল একটি অনাবিষ্কৃত তেলখনির ভাগ্যের প্রশ্ন সম্পর্কযুক্ত।
ওদিকে গােদের উপর বিষফোড়ার মতাে আবির্ভূত হয়েছে ম্যাকাউ-এর এক নব্য কোটিপতি। গােল্ডেন বুদ্ধ কিনে নিয়েছে সে। ওদিকে আগ্রহী আরাে এক সিলিকন ভ্যালি বিলিওনিয়ার, ম্যাকাউ পুলিশ ডিপার্টমেন্ট আর চাইনিজ প্রশাসন তাে আছেই। আর জুয়ান ক্যাব্রিলােও বা কম যায় কিসে।
ত্রিমুখী সংঘাতে বিজয়মাল্য কার গলায় জুটবে বলা শক্ত। চীনের বিরুদ্ধে আরেক সুপার পাওয়ার রাশিয়াকে লেলিয়ে দিয়েও শেষরক্ষা কি হলাে তবে? তিব্বতের স্বাধীনতা প্রশ্নেও একই রকম অনিশ্চয়তা।
একদল মার্সেনারী আর ওরিগণকে নিয়ে তিব্বতের উদ্দেশ্যে পাড়ি জমাল ক্যাব্রিলাে। বুকে সাহস আর দায়িত্ববােধের কমতি নেই ওদের।