“টলস্টয়ের কিশোর গল্প” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
সর্বকালের শ্রেষ্ঠ সাহিত্যি লিও টলস্টয়কে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। এ মানুষটি শুধু গল্প লেখার জন্যই গল্প লেখেননি, বরং একটা নির্মল আদর্শকে প্রচার করার জন্য লিখে গেছেন। জমিদার পরিবারের সন্তান হয়েও বিলাসের স্রোতে গা ভাসিয়ে না দিয়ে তিনি রাশিয়ার কৃষক-শ্রমিক আর সাধারণ মানুষদের কষ্ট জর্জরিত জীবনকে বেছে নিয়েছিলেন; তাদের দুঃখ-কষ্টকে নিজের জীবনে প্রয়ােগ করে সত্যকে উপলব্ধি করার প্রয়াস চালিয়ে গেছেন জীবনভর। টলস্টয় বিশ্বাস করতেন, যারা সকালসন্ধ্যা পরিশ্রম করে একমুঠো অন্ন জোগাড় করে, অভিজাত শ্রেণির জন্য ফসল উৎপাদন করে, প্রকৃত মানুষ তাদের মাঝেই লুকায়িত আছে। অভিজাত এবং বিত্তশালীদের কর্তব্য সেই মানুষদের খুঁজে বের করে সাহায্য সহযােগিতা করা। টলস্টয়কে আজীবন নিজেকে এই মহতী কাজে ব্যাপৃত রেখেছেন। শুধু তাই নয়, টলস্টয় তাঁর সাহিত্যকর্মের প্রতিটি শব্দের মধ্যদিয়ে তার এ আদর্শকে ফুটিয়ে তুলতে আন্তরিক পরিশ্রম করে গেছেন।
লিও টলস্টয়ের রচনাবলি নব্বই খণ্ডে বিভক্ত। নানা ধরনের গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন তিনি। শিশুকিশােরদের জন্যও প্রচুর লিখে গেছেন। সেই সমৃদ্ধ ভাণ্ডার থেকে দশটি কিশােরপাঠ্য গল্প নিয়ে ‘টলস্টয়ে কিশাের গল্প’ বইটি সাজানাে হয়েছে। প্রতিটি গল্পের ভেতরে সততা ও মানবিকতার আবেদন ফুটে উঠোছে। আমরা নিশ্চিত, এ গল্পগুলাে আমাদের কোমলমতি কিশাের-কিশােরীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।