ব্যাক কাভার :
প্রিয় পাঠক, নাগরিক জীবনের ব্যস্ততাকে পাশ কাটিয়ে, চলুন খানিকক্ষণের জন্য ঘুরে আসি রোমাঞ্চকর বুনো পশ্চিম থেকে। সেখানে আপনার প্রতীক্ষায় আছে, গোটা পশ্চিমের অন্যতম সমৃদ্ধশালী রানশ, ‘সার্কেল আর’-এর একমাত্র উত্তরাধিকারী, সুদর্শন কিন রাইনার। অস্থায়ী টেক্সাস রেঞ্জার থেকে শুরু করে টাউন মার্শাল, সব ক্ষেত্রেই নিজের দক্ষতা জানান দিয়ে চলেছে এই দুর্ধর্ষ যুবক। আছে অফিশিয়াল লায়ন হাণ্টার, রায়ান। সিংহ শিকারের পাশাপাশি মানুষ শিকারেও যার জুড়ি মেলা ভার। আছে লাস্যময়ী ভিক্টোরিয়া এবং অনিন্দ্যসুন্দরী ট্রিসা মিলিগান। সেই সঙ্গে ভিন্নধর্মী এক অতিপ্রাকৃত পশ্চিমের গল্প শোনানোর অপেক্ষায় থাকা লুইস হারনারকে সাহস জোগাচ্ছে কিংবদন্তীর নায়ক, ওয়াইল্ড বিল হিকক! আমাদের প্রত্যাশা, ওদের সবার সঙ্গে সময়টা বেশ ভালই কাটবে আপনার।