মানুষ ও কবিতা প্রায় সমবয়সী।হয়তো কবিতা থেকেই মানুষের সৃষ্টি।কবিতার শব্দ ও শেকড়েও শোনা যায় সেই সৃষ্টির প্রেরণা ও প্রক্রিয়ার নান্দনিক ধ্বনি;যে প্রক্রিয়ায় ধ্বনি,শব্দ ও ভাষা-প্রকৃতি ধরে নিরন্তর সভ্যতা-যাত্রা।মূলকথা বিবর্তন,মানে সংস্কার বা উৎকৃষ্টতা ।আন্তঃশৃঙ্খলে শতকে-শতকে,যুগে-যুগে,দশকে-দশকে বিবিধ বিবর্তনে বদলে যাচ্ছে ব্যক্তিক ও নৈর্ব্যক্তিক জীবনযাত্রা,এবং ভাষাভঙ্গি;শিল্পও তার আধার ও আধেয়ে,আত্নিক-আঙ্গিক ও প্রাসঙ্গিক সংজ্ঞায়।কবিতাও থেমে নেই,বরং স্বভাবগুণে সে আরো বিবর্তমান,গতিমান ও অগ্রসরমান ।তাই,শতকে-শতকে সে রেখে যায় তার যুগ ও দশকের বিবর্তনরেখা।সে কৌতূহলে এ অখণ্ড বাংলার দ্বিতীয় দশকের কবিতা সংকলন ।দেখে নেয়া যাক,বাংলা ভাষার কবি ও কবিতার এ দশক পরিচয়।