“বিশ্বের সেরা রহস্য উপন্যাস : ৩ কাম ইজি-গো ইজি” বইটির সম্পর্কে কিছু কথা:
হেডলি চেজের কাহিনিগুলােতে সচরাচর কোনাে গােয়েন্দা-নায়কের ডিটেকশনের ব্যাপার থাকে না। দীর্ঘকাল ধরে প্রধান রহস্যকাহিনিতে এদিকেই সব জোরটা দেওয়া হয়েছে। চেজ লক্ষ্যভেদ করেছেন পাপীর মনের ভিতরে ঢুকে—তার কামনা-বিবেক-অনুশােচনার বিশ্লেষণ করে। প্রায়ই এইসব পাপীই তার কাহিনির নায়ক, তারা একই সঙ্গে পাঠকের ঘৃণা এবং সহানুভূতি জাগিয়ে তােলে।
প্রায়ই নায়কের নিষ্করুণ মৃত্যুতে কাহিনি শেষ হয়।
চেজের লেখায় ঘটনা ও মনস্তত্ত্বের, আবেগের ও ক্রিয়ার এমন একটি অচ্ছেদ্য যােগ থাকে, কাহিনির গতি এমন দ্রুত বিস্ময়চকিত ও শ্বাসরােধী হয়ে ওঠে যে রহস্যগল্প-পাঠের তীব্র উত্তেজনা থেকে এক মুহূর্তও মন ছাড়া পায় না।