“বিশ্বের সেরা রহস্য উপন্যাস : ৫ দ্য হাউন্ড অব দ্য বাস্কারভিল” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
বিশ্ব রহস্য-সাহিত্যের অবিস্মরণীয় নাম স্যার আর্থার কোনান ডয়েল ; কাহিনিবিন্যাসে, সূক্ষ্ম বিশ্লেষণের ভঙ্গিতে, বিষয়বস্তু নির্বাচনের বৈচিত্ৰত ও চরিত্র-চিত্রণে যিনি আজও অপ্রতিদ্বন্দ্বী। স্যার আর্থার কোনান ডয়েলের জন্ম ১৮৫৯ সালে, এডিনবরায়। বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর প্রথম জীবনে ডাক্তারি শুরু করেন সাউথসীতে। কিন্তু পসার জমানাের দিক থেকে তেমন কিছু সুবিধা করতে পারেননি, তাই রুগি দেখার ফাঁকে ফাঁকেই অবসর সময়ে লিখতে শুরু করেন। অজস্র উপন্যাস ও ছােটগল্পের মধ্যে শখের গােয়েন্দা শার্লক হােমস আর তাঁর সহকারী ডাক্তার ওয়াটসনকে নিয়ে লেখা কাহিনিগুলােই সবচাইতে বেশি জনপ্রিয়তা লাভ করে। শুধু বিশ্বজোড়া খ্যাতিই নয়, আধুনিক রহস্য-সাহিত্যে শার্লক হােমসকে এক কথায় বলা যায় কিংবদন্তির নায়ক।-মেরে ফেলার পরেও জনপ্রিয়তার চাপে স্যার আর্থার কোনান ডয়েল আবার যাঁকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিলেন, যার জন্য ২২১ বি বেকার স্ট্রিট-এ সত্যি সত্যিই গড়ে তােলা হয়েছে শার্লক হােমসের স্মারক-নিবাস।