“নিজে নিজে করে দেখো ইলেকট্রনিক্সের শত প্রজেক্ট” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বর্তমান সময় ইলেকট্রনিক্স প্রযুক্তির যুগ। আমাদের জীবন যাত্রার সর্বক্ষেত্রেই ইলেকট্রনিক্স প্রযুক্তি আজ অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই সঙ্গত কারণেই ইলেকট্রনিক্স সম্পর্কে সাধারণের কৌতূহল বেড়েছে। বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা এখন নানান ধরনের ইলেকট্রনিক্স নির্ভর প্রজেক্ট তৈরি করছে-জেলা স্তরে এবং জাতীয় স্তরে নানান বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নিচ্ছে। তবে দেখা যাচ্ছে, এসব প্রজেক্ট বহু ক্ষেত্রেই গতানুগতিক। যারা এসব প্রজেক্ট করে প্রতিযােগিতায় অংশ নিচ্ছে তারাও অনেক ক্ষেত্রে তাদের তৈরি সার্কিটের সুষ্ঠ ব্যাখ্যা দিতে পারে না। ইলেকট্রনিক্স-এর ছােট ছােট কিছু সার্কিটের সঙ্গে তাদের সম্যক পরিচিতি ঘটিয়ে দিতে পারলে তারা আরাে সুষ্ঠুভাবে তাদের প্রজেক্ট শেষ করতে পারবে এবং সেগুলাের কার্যনীতির ব্যাখ্যাও দিতে পারবে। এ উদ্দেশ্যেই ইলেকট্রনিক্সের শত প্রজেক্ট বইটি রচিত হয়েছে।