‘মানুষের সৌন্দর্যক্ষুধা থেকেই কাব্যের সৃষ্টি, কবির জন্ম। …এই সৌন্দর্যের, অমৃত পরিবেশনের ভার কবি ও সাহিত্যিকদের হাতে। এ পথে সাহিত্যিকদের হয়তো দুঃখ-কষ্ট আছে অনেক, কিন্তু তাদের ভীতু হলে চলবে না।’ কবি নজরুল জীবন ও চিন্তায় তাঁর এই বক্তব্য মেনে নিয়েছিলেন। ‘আনন্দময়ীর আগমনে’ কবিতাটি প্রকাশের অপরাধে এক বছর জেল খেটেছেন। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে তাঁর জন্ম। অসাম্প্রদায়িক জীবন-যাপনের কারণে হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়েরই চক্ষুশূল হন। তবুও তিনি মানবতার পতাকা তুলে ধরেন ঊর্ধ্বে। সব রকম পরাধীনতা থেকে মানুষকে মুক্ত করার জন্য জীবনব্যাপী সংগ্রাম করেন। ‘বিদ্রোহী’ কবিতাটি তাঁর অনবদ্য সৃষ্টি। কবিতাটি সমকালে এবং পরবর্তীকালে মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়। মানুষের শির কাহারেও করেনা কুর্নিশ-এ কথা তিনি জানিয়ে দেন। ‘বিদ্রোহী’ কবিতাটিকে কেন্দ্র করে সমকালে যেমন নানা ক্রিয়া-প্রতিক্রিয়া দেখা দিয়েছিল পরবর্তীকালেও কবিতাটি নিয়ে অনেকেই লেখেন আলোচনা-সমালোচনা। এই ক্রিয়া-প্রতিক্রিয়ায়, আলোচনা-সমালোচনা সবকিছুই অন্তর্ভুক্ত হলো গ্রন্থটিতে।