মানুষের রাজনৈতিক-সামাজিক ইতিহাসে ধর্মনিরপেক্ষতাবাদ এক গুরুত্বপূর্ণ মতবাদ। সবার উপরে মানবপরিচয়কে প্রধান করেই গড়ে উঠেছে বাঙালির গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জাতিপরিচয়। সামন্তযুগের ভাববাদের প্রাধান্যকে অতিক্রম করে মানুষকে বস্তুবাদী করার চেষ্টায় আধুনিক বাঙালির রাজনীতি, ইতিহাস, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি সমৃদ্ধ। বাঙালির উন্নততর আদর্শ ও বিজ্ঞানসম্মত রাজনৈতিক ধারাকে সক্রিয় ও বিকশিত করতে ধর্মনিরপেক্ষতাবাদ বিষয়ে আলোচনা জরুরি। বর্তমান সংকলনটিতে এ-সম্পর্কে যেমন বাঙালির অতীত চিন্তাধারাকে তুলে ধরা হয়েছে, তেমনি লক্ষ্য রাখা হয়েছে যাতে ভবিষ্যতের চিন্তক, লেখক ও নেতৃবৃন্দ নতুন আদর্শ নির্মাণ করতে সংকলনটিকে কাজে লাগাতে পারেন। এ বইয়ে গ্রন্থিত হয়েছে এ বিষয়ে রচিত বাঙালি চিন্তকদের শ্রেষ্ঠ প্রবন্ধসমূহ।