প্রকাশ্যে জবাই করা হয় কালাচাঁনকে। তার অপরাধ-সে বিশ্বাসঘাতকতা করে হাত মিলিয়েছে জয়নাল সর্দারের সঙ্গে। কিন্তু সত্যিই কি সে বিশ্বাসঘাতক? জয়নাল সর্দারের মাথা কেটে আনার নির্দেশ দেন লিডার। পুরস্কার ঘোষণা করেন এক লক্ষ টাকা। পুরস্কারের লোভে জয়নাল সর্দারের আস্তানায় ঢোকে খুনিরা। কেটে আনে তার মাথা। পুরস্কারের টাকা চাইলে গড়িমসি শুরু করেন লিডার। তুচ্ছ কারণে খুন করেন রতনকে। তারপর আরমানকে খুন করতে চাইলে ঘটনা মোড় নেয় অন্যদিকে। রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন লিডার। হঠাৎ সেখানে হাজির হন হারিস ভাইরা। লিডার জানতে পারেন ভয়ঙ্কর একটি সত্য। কী সেই সত্য? কী হয় এরপর?