হঠাৎ করেই প্রকাশ হয়ে যায় ভয়ঙ্কর একটি সত্য। মোকাররমের বাবার মৃত্যু নাকি স্বাভাবিক ছিল না। তাকে খুন করা হয়েছিল। আর খুন করেছিল মোকাররম নিজে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ে মোকাররমের। নিজের বাবাকে খুন করবে-এও কি সম্ভব? এতোটা পশু কি সে? মা সাক্ষ্য দেন-ঘটনা মিথ্যে নয়। সত্যিই নিজের বাবাকে খুন করেছে মোকাররম। কিন্তু কীভাবে? খুন যদি করেই থাকবে তাহলে মোকাররম সেটা কেন জানবে না? তাহলে কি…