প্রথমে হাত কাটা হয় আফতাব ভাইয়ের। এর কিছুদিন পর খুন করা হয় তাকে। এবার কেউ একজন তার স্বজনদের কাছে কাফনের কাপড় পাঠায় উপহার হিসেবে। যাকে দিয়ে পাঠায়, তাকে পিটিয়ে মেরে ফেলে শোয়েবরা। শুরু হয় শোয়েবদের পলাতকজীবন। তারা নিশ্চিত থাকে, তাদের ফাঁসি হবে। একদিন জাকির ভাই বলেন, আমি তোমাদের ফাঁসি ঠেকাতে পারি যদি তোমরা একজন মানুষকে উদ্ধার করতে পারো। শোয়েবরা অভিযানে নামে মানুষটাকে উদ্ধার করার জন্য। কিন্তু কে সে? শেষ পর্যন্ত কি শোয়েবরা তাকে উদ্ধার করতে পারে? ঠেকাতে পারে কি নিজেদের ফাঁসি?