বিষাদ সিন্ধু মীর মশাররফ হোসেন ‘বিষাদ সিন্ধু’ কারবালার যুদ্ধক্ষেত্রকে উপাত্ত করে রচিত মীর মশাররফ হোসেনের ঐতিহাসিক উপন্যাস। এটি যথাক্রমে ১৮৮৫, ১৮৮৭ ও ১৮৯১ সালে তিন ভাগে প্রকাশিত হয়; পরবর্তীতে সেগুলো একখ-ে মুদ্রিত হয়। বিষাদ সিন্ধুর প্রধান চরিত্রগুলো নামের দিক থেকে ঐতিহাসিক, কিন্তু ঘটনা বর্ণনায় ও চরিত্র সৃষ্টিতে কাল্পনিক। এই গ্রন্থে কিছু উপকাহিনি আছে, যেগুলো যথার্থ ঐতিহাসিক নয়। গ্রন্থের মুখবন্ধে লেখক মীর মশাররফ হোসেন লিখেছেনÑ ‘পারস্য ও আরব্য গ্রন্থ হইতে মূল ঘটনার সারাংশ লইয়া বিষাদ সিন্ধু বিরচিত হইল।’ মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধুর মূল বিষয়বস্তু হচ্চেÑ হযরত মুহাম্মদ (স.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর জন্য দায়ী ঘটনাসমূহ। অবশ্য ইমাম হোসেনের মৃত্যুর ফলে যেসকল ঘটনা ঘটেছিল তারও বর্ণনা রয়েছে এ গ্রন্থে। অনেক গবেষকের সিদ্ধান্তÑ ‘ যেহেতু ইতিহাসের ওপর ভিত্তি করেই এ গ্রন্থ রচিত হয়েছে, তাই এটিকে ঐতিহাসিক উপন্যাসও বলা যায়।