লাশবাহী একটি গাড়ি ঢোকে গ্রামে। শুরু হয় কানাঘুষা-এটি কি আত্মহত্যা? নাকি খুন? এই আত্মহত্যা কিংবা খুনের সুবাদে মাহিয়ার সঙ্গে পরিচয় হয় শোয়েবের। রহস্য উদঘাটনে মাঠে নামে সে। তারপর হঠাৎ করেই একদিন বিদেশে চলে যায় মাহিয়া। বন্ধ করে দেয় যোগাযোগের সব মাধ্যম। কিন্তু কেন? বিদেশে গিয়ে সে এমন কী করে যার কথা কাউকে বলা যাবে না? এরপর একদিন কাউকে না জানিয়েই দেশে ফেরে মাহিয়া। আদালত চত্বরে পরম আবেগে সে জড়িয়ে ধরে শোয়েবকে। এ সময় মাহিয়ার বুকের স্পর্শে চমকে ওঠে শোয়েব। কারণ, এক ব্রেস্টের স্পর্শ স্বাভাবিক হলেও অন্যটির স্পর্শ অস্বাভাবিক। কিন্তু কেন?