টিফিনবক্সের ভেতর থেকে লাফ দিয়ে বের হয় বাচ্চা দৈত্যটা। তারপর লাফিয়ে লাফিয়ে এগিয়ে যেতে থাকে রোহানের দিকে। মৃত্যু নিশ্চিত জেনেও বাঁচার শেষ চেষ্টা করে রোহান। সে অল্প অল্প করে যেতে থাকে পেছনের দিকে। হঠাৎ তার পিঠ ঠেকে যায় দেয়ালে। তার আর নড়ার উপায় থাকে না। তাকে আটকে যেতে দেখে অট্টহাসিতে ফেটে পড়ে দৈত্যটা। আর বাচ্চা দৈত্যটা লাফাতে লাফাতে চলে আসে রোহানের পায়ের কাছে। হয়তো এখনই কামড়ে ধরবে তাকে। তারপর…